ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব, প্রবীণ রাজনীতিবিদ, বর্ষিয়ান জননেতা অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন সাহেব দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ ১১অক্টোবর’১৯ইং শুক্রবার সকাল ১০.৪০ মিনিটে রাজধানীর ফার্মগেট রাজা বাজারস্থ তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী অইন্না ইলাইহী রজিঊন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।
আজ শনিবার সকাল ১১টায় এক বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন এটিএম হেমায়েত সাহেব হুজুরের মৃত্যুতে আমরা ইসলামী রাজনীতির অদ্বিতীয় এক কিংবদন্তিকে হারালাম। জাতি হারিয়েছে একজন অনন্য জননেতা, বিজ্ঞ রাজনীতিক এবং একজন প্রাজ্ঞ শিক্ষাবিদকে। যা জাতির জন্য অপূরণীয়।
আল্লাহ্ তা’য়ালা তাকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন, আমীন।
স্যোসাল লিংকসমূহ