গত ১৪ জানুয়ারি’১৬ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, কে. সহকারী প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সহ-দফতর সম্পাদক মুফতী দেলোয়ার হোসাইন সাকী এবং ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এস.এম এমদাদুল্লাহ ফাহাদসহ নেতৃবৃন্দ আন্দোলনের মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে প্রতিনিধি দল বি-বাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদরাসার মুহতামিমসহ আসাতিজায়ে কেরামের সাথে দেখা করেন। এসময় জামিয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। প্রতিনিধি দল পীর সাহেব চরমোনাই-এর পক্ষ থেকে অসুস্থ ছাত্রদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। অতপর জামিয়ার ছাত্র শহীদ হাফেজ মাসুদুর রহমান-এর শোকাবহ পরিবারের সাথে দেখা করার জন্য প্রতিনিধি দল তাঁর বাড়িতে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন। এসময় এক আগেবঘন পরিবেশ সৃষ্টি হয়। সকলেই অশ্রুসিক্ত হন। অতপর তাঁর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করে দোয়া অনুষ্ঠিত হয়।
স্যোসাল লিংকসমূহ