দেশে আজ চরম সংঘাতময় পরিস্থিতি বিরাজমান। রাষ্ট্রের সর্বস্তরে সুদ, ঘুষ ও দুর্নীতির সয়লাব চলছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি মহামারীর আকার ধারন করেছে। রাষ্ট্রের শাসকগোষ্ঠী রাষ্ট্রের সম্পদ চুরি করছে। সমাজের রক্ষকরা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সরকারের দুর্নীতির দায় আজ সাধারণ জনগণ বহন করছে। বর্তমান সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদের কারণে বিদেশী সংস্থাগুলো সহযোগিতার হাত গুটিয়ে ফেলছে। সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিবর্গের দুর্নীতি প্রকাশ পাওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। অনুসন্ধানে এসেছে, বর্তমান সরকারের এমপিদের মধ্যে ৯৭% দুর্নীতির সাথে জড়িত।
এভাবে চলতে থাকলে দেশ দিন দিন রসাতলে যাবে। দেশের মানুষ কখনও শান্তির খোঁজ পাবে না। স্বাধীনতার প্রকৃত স্বাদ এ দেশের মানুষ কখনো পাবে না। তাই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে, প্রকৃত স্বাধীনতার স্বাদ মানুষকে দিতে হলে রাষ্ট্রের সর্বক্ষেত্রে খোদাভীরু নেতৃত্বের বিকল্প নেই। কারণ, খোদাভীরুতাই পারে মানুষকে সকল প্রকার দুর্নীতি থেকে বিরত রাখতে। তাই এই পবিত্র রমজান মাসে খোদাভীতি অর্জন করে রাষ্ট্রের সর্বত্র খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার শপথ নিতে হবে।
আজ ২৬ জুলাই (১৬ রমজান) শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে বিজয়নগরস্থ মৌরি রেস্টুরেন্ট-এ আয়োজিত “আদর্শ সমাজ বিনির্মাণে সিয়ামের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের মুহতারাম আমীর, আমীরু মুজাহিদীন মুফতী সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত কথাগুলো বলেন।
কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল কে এম আনিসুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মু. আমিনুল ইসলাম, সহ প্রচার সম্পাদক কে এম আতিকুর রহমান, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাও. আতাউর রহমান আরেফী, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি নজির আহমাদ হেলাল, ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আলী হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল আবদুল হাফিজ খসরু, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার যুগ্ম সম্পাদক আলমগীর, ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি কাউসার জামান খান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ সভাপতি এইচ এম রফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মু. নূরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মু. নূরুন্নবী, প্রশিক্ষণ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. আবদুর রহমান গিলমান, অর্থ সম্পাদক মুসা বিন কাসিম, দফতর সম্পাদক বিলাল হুসাইন প্রমুখ।
স্যোসাল লিংকসমূহ