ইশা ছাত্র আন্দোলন-এর ২৫ বছর পূর্তিতে সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ যোবায়ের হোসাইন-এর অনুভূতি
বর্তমান সময়ে বাংলাশে তাগুতী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত। যা পরিবর্তনের লক্ষ্যেই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কাজ করে যাচ্ছে। কালিমায়ে তায়্যিবার বিপ্লবী আহবান ঐক্যবদ্ধ হয়ে আসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে আলম ওতারবিয়াত, আমল ও তাযকিয়াহ, তাবলিগ, তানযিম ও ইনকিলাব এ পাঁচ দফা কর্মসূচির ভিত্তিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ছাত্র আন্দোলন পথ চলছে।
লক্ষ্যপাণে ছুটে চলাই ইসলামী আন্দোলনের কর্মীদেও কাজ। এ ছুটে চলা কে ফুট-গজ বা মিটার দিয়ে পরিমাপ করার সুযোগ নেই। লক্ষ্য অর্জন এবং অর্জনের পথে গায়েবী মদদই চুড়ান্ত প্রাপ্তি Globalization-এর মূলমন্ত্র “একবিশ্ব-একনীতি” যার নেতৃত্ব ও পরিকল্পনায় রয়েছে বস্তুবাদী শক্তি বা তাগুত। একমাত্র তাওহীদেও মূলনীতিই এ তাগুতী শক্তির অবসান ঘটিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারে। অবশ্যই পরিবর্তিত পরিস্থিতিতে উপযোগী কর্মকৌশলের বিকল্প নেই। বর্তমান বিশ্ব মোড়লেরা ইসলাম ও মুসলমানদেও কে সন্ত্রাসী ও জঙ্গীবাদী নামে অখ্যায়িত করার যে অপচেষ্ঠা অব্যহত রেখেছে এবং ঢালাওভাবে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও ষঢ়যন্ত্র করছে- সে বিষয়ে সর্বাধিক সচেতন থাকা প্রয়োজন। গুরুত্বের সাথে বিবেচ্য বিষয় হলো, অতি বিপ্লবী কোন কর্মকাণ্ড অথবা অদূরদর্শী কোন বিচ্ছিন্ন ঘটনা যেন সংগঠনের অর্জন কে ক্ষতিগ্রস্থ করতে না পারে।
অর্জন যতটুকুই আসুক- সেটাতে পরিতৃপ্ত না হয়ে এক নতুন অর্জনের শক্তি মনে কওে পথ চলাটাই কাম্য।
ছাত্ররাজনীতি মানেই মনে করা হতো- সন্ত্রাস, হানাহানি, দখলদারিত্ব, টেন্ডারবাজী, অস্ত্রবাজী, চারিত্রিক স্খলন ও কায়েমী স্বার্থবাদেও এক চিরচেনা ধারাবাহিকতা। ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ব্যক্তিচরিত্র গঠন এবং নির্লোভ ও নিঃস্বার্থভাবে শান্তিময় ও কল্যাণকর সমাজগঠনে কাজ করা। গতানুগতিক স্বার্থবাদী রাজনীতি থেকে বেরিয়ে এসে কল্যাণকর সমাজ ও রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণে আত্মশুদ্ধির পথ ধরে সৎ, যোগ্য, চরিত্রবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরীতে ছাত্র আন্দোলন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
ইসলামী বিপ্লবের মূলমন্ত্র কালিমায়ে তায়্যিবাহ। তাগুতী শাসনব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সূখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র গঠনে ইসলামী বিপ্লবের বিকল্প নেই। বিপ্লব হঠাৎ করেই অর্জিত হয়না। এর জন্য ধৈর্য্যসহকারে মেধা-মনন-সময় ও শ্রম ব্যয় করে সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হয়। নিয়মতান্ত্রিক এ পথচলায় সঠিক কর্মকৌশলের বিকল্প নেই। এত অল্পসময়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সচেতন ছাত্র সমাজের মধ্যে পরিবর্তনের যে চেতনা, আকাক্সখা, মেসেজ ও প্রযোজনীয়তার বীজ, ভিত্তি ও অবকাঠামো যতটুকু বপন করতে পেরেছে, তাকে সম্বল করে আগামী প্রজন্ম লক্ষ্যপাণে এগিয়ে যেতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
স্যোসাল লিংকসমূহ