সড়কে অব্যাহত প্রাণহানী রোধে সংসদে বিশেষ আইন পাশ করতে হবে

-ইশা ছাত্র আন্দোলন

isca

দেশে প্রতিনিয়ত অসংখ্য মানুষ সড়ক দূর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। রাজধানীতে গত ১০ বছরে প্রায় ৫ হাজার ৮ শত ৬৭টি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে মৃতের সংখ্যা ২ হাজার ৬ শত ১৮ জন। আর এই সড়ক দুর্ঘটনার মূল কারণ হচ্ছে- দেশে ফিটনেসবিহীন গাড়ী, লাইসেন্সবিহীন চালক, অদক্ষ ট্রাফিক পুলিশ ইত্যাদি। দেশে কোথাও সড়ক আইনের যথাযথ ব্যবহার হচ্ছে না।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম বুধবার (১ আগস্ট’১৮) এক যৌথ বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরো বলেন, আজকাল মন্ত্রী-এমপিদের নিকট নুনের চেয়ে খুন সস্তা মনে হচ্ছে। তাই সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীদের মর্মান্তিক মৃত্যুতে তাদের হাঁসি পায়। নেতৃবৃন্দ নৌমন্ত্রী শাহজাহান খাঁন-এর এমন নির্লজ্জ আচরণের জন্য তার পদত্যাগ দাবী করেন। এবং দুষ্কৃতিকারক ঘাতক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়ভার সরকারকে নিতে হবে।

সাথে সাথে সর্বস্তরের ছাত্র জনতাকে আগামীকাল বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে ‘সড়কে অব্যাহত প্রাণহানী ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে’ মানববন্ধন সফল করার আহ্বান জানান।

আমা‌দেরকে সা‌থে পে‌তে
website: www.old.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: iscabd91@gmail.com
fb page: www.facebook.com/iscabd91
twitter: www.twitter.com/iscabd
yt-1 (ISCA Online Channel): www.youtube.com/iscabd
yt-2 (ISCA BD): www.youtube.com/iscabd2
Google Plus: www.google.com/+iscabd