সুবিধা বঞ্চিত পথশিশুদের দ্বীন ও জীবন সম্পর্কে প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলছে

isca
দুরন্ত দুষ্ট শিশু। গায়ে ময়লা জামা, পরনে ছেঁড়া পায়জামা। কাঁধে ঝোলানো বস্তা। রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। নিজ বাবা-মা সম্পর্কেও অনেকে জানে না, জানলেও তাদের সাথে সম্পর্ক নাই। একই সাথে ওরা নিজ ধর্ম ইসলাম সম্পর্কে জানেনা, জানলেই ইসলামের সাথে সম্পর্ক রাখে না।

জীবন সম্পর্কে উদাসিন। অল্প বয়সে মাদকে আসক্ত হয়, ধীরে-ধীরেধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। যদিওবা মৃত্যুর কবল থেকে রক্ষা পায় তাহলে ওরা হয় “সন্ত্রাসী”।

রাষ্ট্র ওদের সম্পর্কে খোজ-খবর নেয় না। সমাজের ধনীরা ওদের ঘৃণা করে। রাজনৈতিক দলগুলো ওদেরকে ত্যাগ করেছে। এনজিওগুলো ওদেরকে দেখিয়ে টাকা এনে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে।

কিন্তু ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তাদেরকে ভুলে যায় নাই। আমরা ওদেরকে দ্বীন সম্পর্কে মৌলিক জ্ঞান দিচ্ছি, জীবন সম্পর্কে আগ্রহী করে মাদক থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। বঞ্চিত মানুষের পাশে কেউ না থাকুক আমরা ইনশাআল্লাহ থাকবোই।
isca
isca
isca
isca
isca