সকল আন্দোলন-সংগ্রাম ও পটপরিবর্তনে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। তাই মজলুম মানবতার মুক্তির পক্ষে ইশা ছাত্র আন্দোলনকেই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শিক্ষা সিলেবাস পরিবর্তনে যেভাবে ইশা ছাত্র আন্দোলন অগ্রণী ভূমিকা পালন করেছে ঠিক একই ভাবে সর্বোচ্চ আদালত সুপ্রীমকোর্টের সামনে প্রতিষ্ঠিত মূর্তি অপসারনে ও রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। মূর্তি বা ভাষ্কার্য যে নামেই হোক না কেন, এটি একটি নির্দিষ্ট ধর্মের বিশ্বাস। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে তা কোন ভাবেই মেনে নেয়া হবে না।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি’১৭) সকাল ৯টায় লাকসাম গাল্ফ কমিউনিটি সেন্টারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি মু. মনিরুল ইসলাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. রবিউল হোসেন-এর সঞ্চালনায় জেলা সম্মেলনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) উপর্যুক্ত কথা বলেন।
জেলা সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রচার সম্পাদক মু. ইলিয়াছ হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য আলহাজ্জ সেলিম মাহমুদ, জেলা দক্ষিণের যুব আন্দোলনের আহবায়ক মাওলানা মু. মোরশেদুল আলম, জেলা শ্রমিক আন্দোলন এর সভাপতি আলহাজ্জ মু. শহীদুল্লাহ ভূঁইয়া, সাবেক জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডা. আল-হেলাল মাহমুদ, আরো ছিলেন মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, নেছার উদ্দিন সুমন, এস.এম শাহাদাৎ হোসাইন, মাওলনা নাজমুল হক, আলহাজ্জ নূর মোহাম্মদ, মাওলানা আহমাদ উল্লাহ খালিদ, আলহাজ্জ মাওলানা নূরে আলম, মাওলানা সাহমুদুর রহমান হাসিব, মাওলানা নূর উদ্দিন প্রমুখ।
সম্মেলনে ২০১৭ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই-
সভাপতি : ইস্রাফিল মাহমুদ
সহ-সভাপতি : মু. রবিউল হোসাইন
সাধারণ সম্পাদক : মু. মনির হোসাইন
স্যোসাল লিংকসমূহ