ব্রাসেলসে দীর্ঘ আলোচনার পর চলমান শরণার্থী সঙ্কট সংক্রান্ত এক প্রস্তাব নিয়ে সমঝোতায় সম্মত হয়েছেন তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। আগামী ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠেয় ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে ওই প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ইইউ নেতাদের আলোচনায় ওই প্রস্তাবের বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। পরবর্তী বৈঠকে এর ওপর একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড আরো বলেছেন, ‘আজকের এই প্রস্তাব এই বার্তা দিচ্ছে যে, কোনো অনিয়মিত শরণার্থীদের আর ঠাঁই দেবে না ইইরোপ।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বড় শরণার্থী সংকট সামলাতে ব্রাসেলসে তুরস্কের সঙ্গে বৈঠকে বসে ইইউ। আজিয়ান সাগর পেরিয়ে যে বিশাল শরণার্থী স্রোত ইউরোপে পাড়ি জমাচ্ছে তাদের রাশ টানতে রাজি হয়েছ তুরস্ক। বিনিময়ে ইইউ’র কাছে অতিরিক্ত অর্থ সাহায্য দাবি করেছে দেশটি। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন আঙ্কারাকে ৩৩০ কোটি মার্কিন ডলারের ত্রাণ সহায়তার বাইরে অতিরিক্ত অর্থ দিতে রাজি হচ্ছে না।
সিরিয়া থেকে আসা ২৭ লাখের বেশি শরণার্থী বর্তমানে তুরস্কে রয়েছে। শরণার্থী সংকট মোকাবেলায় অর্থ সাহায্য বাড়ানোর পাশাপাশি তুরস্ক তাদেরকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রদান এবং তুর্কিদের ইউরোপে ভিসাবিহীন ভ্রমণের সুযোগ দেবার প্রস্তাব দিচ্ছে।
বাংলামেইল২৪ডটকম
স্যোসাল লিংকসমূহ