ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন বলেছেন, ইসলামের বিরুদ্ধে সিন্ডিকেট ভিত্তিক অপপ্রচার চলছে। বিরানব্বই শতাংশ মুসলিম প্রধান দেশে ইসলামী রাজনীতি তথা ইসলাম নিষিদ্ধের পায়তারা করছে। ইসলাম নিয়ে কোনো প্রকার ছিনিমিনি খেলতে দেয়া হবে না। একটি মহল ইচ্ছাকৃতভাবেই ইসলামকে জঙ্গিবাদের সাথে রূপ দিতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। এধরণের জ্ঞানপাপীদের থেকে সতর্ক থাকতে হবে। একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠ প্রমাণ করতে নেতাকর্মীদেরকে যোগ্য, দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। কোনো অবস্থায় নেতাকর্মীদেরকে ক্ষমতার মোহ কিংবা লোভে আচ্ছন্ন করতে পারে না। তিনি কর্মীদেরকে সেই আলোকে গড়ে উঠার আহ্বান জানান।

অধ্যাপক আশরাফ আলী আকন আরো বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস ও দুর্নীতির কবল থেকে দেশকে বাঁচাতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার বিকল্প নেই।

গতকাল সকাল ১০টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার দাউদকান্দিস্থ একটি মিলনায়তনে এক গুরুত্বপূর্ণ কর্মশালায় আলোচনাকালে তিনি উপরোক্ত কথা বলেন। জেলা সভাপতি ইঞ্জিনিয়ার কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা আবুল কালাম কাসেমীর পরিচালনায় কর্মশালায় আলোচনা পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোবারক হোসেন, মুফতী তাজুল ইসলাম প্রমুখ।