Egypt

মিশরে আগামীকালের (সোমবার) সরকারবিরোধী বিক্ষোভকে সামনে রেখে ব্যাপক ধরপাকড় শুরু করেছে পুলিশ। শাসক আবদেল ফাত্তাহ আল-সিসির সরকার মিশরের দুটি দ্বীপ সউদি আরবরের কাছে বিক্রি করে দিচ্ছে বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন। গতকাল শনিবার মিশরের একদল আইনজীবী এ কথা জানান। আইনজীবীরা আটক হওয়া ৫৯ জনের একটি তালিকা প্রকাশ করেছেন, যাদের গত বৃহস্পতিবার কায়রোতে আটক করা হয়। বাড়ি ও রেস্তোরাঁ থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়। ধরপাকড় এখনো চলছে। সিসির বিরুদ্ধে অবস্থান নেয়া বিক্ষোভকারীদের মধ্যে ৬ এপ্রিলের আন্দোলনকারীরাও রয়েছেন, ২০১১ সালে যারা আরব বসন্তের মাধ্যমে তৎকালীন শাসক হোসনি মোবারককে ক্ষমতাচ্যুত করেন।

সূত্র : এএফপি