মিয়ানমার সরকারের মদদ ও তত্বাবধানে যে গণহত্যা চলছে তা বিশ্বের দেড়শত কোটি মুসলমান কখনো মেনে নেবেনা। আমরা ছাত্র ও যুব সমাজ এই গণহত্যা চোখ বুঝে মেনে নেবনা। মিয়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে হযরত পীর সাহেব চরমোনাই আহুত মিয়ানমার অভিমুখে লংমার্চ সফলের লক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার উদ্যোগে প্রচার মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আরিফুল ইসলাম উপরোক্ত কথা বলেন। আজ ৩ মে ২০১৩ ইং রোজ শুক্রবার বিকালে রাজধানীর পল্টনস্থ হাউজবিল্ডিং চত্বরে ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মোহাম্মাদ মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক মাওলান এটিএম হেমায়েত উদ্দীন, ছাত্রনেতা শেখ মো: নুরুন্নবী। বক্তব্য রাখেন ফখরুদ্দীন রাজী, গাজী আব্দুল জব্বার, মো: ইলিয়াস, নাছির উদ্দীন মুজাহিদ প্রমুখ নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সভাপতি
আরো বলেন, আজ সারবিশ্বে মুসলমানরা নির্যাতিত, আমাদের দেশেও মুসলমানরা হুমকির মুখে। তিনি সাভার হত্যাকান্ডের হোতাদের সর্বোচ্চ শাস্তি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় হল সমস্যার সমাধানে সরকারকে কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান এবং আগামী ৯,১০,১১ মে ২০১৩ অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করার জন্য সকল শ্রেণীর ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নগর সভাপতি অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দীন বলেন, সরকার এবং বিরোধী দলের প্রতিহিংসার রাজনীতিতে দেশের জনগণ আজ চরম অশান্তিতে দিন কাটাচ্ছে। দেশ আজ এক অনিশ্চিত গন্তব্যের দিকে চলছে এ অবস্থায় কোন সচেতন মানুষ ঘরে বসে থাকতে পারেনা। দেশ ও জাতির এহেন নাজুক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ইসলামী আন্দোলনকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।