ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মু. আরিফুল ইসলাম বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমান সরকার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি, আইন শৃংখলার পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ সরকার ক্ষমতায় আসার পরপরই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার পরিবেশ নষ্ট করে চলছে। সরকার এসব সন্ত্রাসীদের দমন না করে উল্টো প্রশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, অবিলম্বে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্রদের ওপর হামলার শাস্তির ব্যবস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল সমস্যা নিরসন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুর্বৃত্তদের শাস্তি প্রদান ও বুয়েটসহ সকল বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কার্যকরি ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দলীয় ভিসিদের বরখাস্ত করে নির্দলীয় ভিসি নিয়োগের মাধ্যমে ছাত্রদের দাবি বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
আজ ২২ এপ্রিল সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোন কার্যক্রম পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন।
তিনি আরও বলেন, সরকার যদি ছাত্রদের দাবি বাস্তবায়ন ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে ব্যর্থ হয়, তাহলে দেশের সকল ছাত্র-জনতাকে নিয়ে দূর্বার গণআন্দোলন গড়ে তোলা হবে
স্যোসাল লিংকসমূহ