বন্ধুপ্রতীম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ-এর সভাপতিত্বে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ দেশ-জাতি ও মানবতার পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার এবং এক অপরের প্রয়োজনে বন্ধুত্বের উদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ইশা ছাত্র আন্দোলন-এর সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছাত্র নেতৃবৃন্দ চলমান কোটা আন্দোলনসহ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে ছাত্রসমাজের করণীয় সম্পর্কে প্রাণবন্ত আলোচনায় মাতেন। পারষ্পরিক সৌহার্দপূর্ণ মতবিনিময় সভার শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, আমরা ভিন্ন ভিন্ন প্লাটফর্মে থেকে কাজ করে গেলেও আমাদের চিন্ত-চেতনা, স্বকীয়তাবোধ, স্বজাতিত্ববোধ এক। ইসলাম, দেশ ও সর্বোপরি মানবতার কল্যাণে আমরা ঐক্যবদ্ধ। তাই আগামীর বিপ্লবের পথে আমরা এগুতে চাই একে অপরের সহযোগী হয়ে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলিম ছাত্রলীগ-এর কেন্দ্রীয় সভাপতি এসএইচ খান আসাদ, জমিয়তে তালাবায়ে আরবিয়া-এর কেন্দ্রীয় সভাপতি আবদুর রহমান, বাংলাদেশ ছাত্রমিশন (ইরান) -এর কেন্দ্রীয় সভাপতি কামরুল ইসলাম সুরুজ, মুসলিম ছাত্রলীগ বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়া-এর সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাঈদ হুসাইন চৌধুরি, বাংলাদেশ ছাত্রমিশন (লেবার পার্টি)-এর কেন্দ্রীয় সভাপতি সালমান খান বাদশা, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ-এর ঢাকা মহানগরী সেক্রেটারি মো. হাফিজুর রহমান প্রমূখ।
স্যোসাল লিংকসমূহ