গত ২ মে শ্রমিক মহাসমাবেশ সফলে গতকাল বগুড়ায় শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাতমাথা রোডস্থ একটি মিলনায়তনে জেলা আহ্বায়ক মুহা. মাসুদ রানার সভাপতিত্বে এবং শাহাদাত হোসেনের পরিচালনায় শ্রমিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আবদুল হক আজাদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ শফিকুল আমীন খান, শহিদুল ইসলাম, আরাফাত হোসেন প্রমুখ।