পয়লা বৈশাখে টিএসসিতে নারী নির্যাতনের অপরাধীরা এখনো আটক না হওয়ায় ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম আল আমীন ও সেক্রেটারী জেনারেল শেখ ফজলুল করীম মারুফের ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রশাশন পাহাড়ে জংগলে জঙ্গি খুঁজে পায়, অনলাইনের গহিন অন্দরে সরকার বিরোধীদের খুঁজে পায়। কিন্তু প্রকাশ্যে দিবালোকে হাজারো মানুষের সামনে, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ থাকার পরও নারী নিপীড়ন কারীদের খুজে পায়না, এটা অত্যান্ত লজ্জাজনক ব্যাপার। নেতৃদ্বয় বলেন, একদল জ্ঞানপাপী এই ঘটনায় ইসলাম পন্থীদের দোষারোপ করছে। আমরা মনে করি ইসলাম পন্থীদেরকে দোষারোপ অপচেষ্টা প্রকৃত অপরাধীদের আড়াল করার চক্রান্ত মাত্র। নারীদের সম্মান রক্ষার্থে এই অপচেষ্টাকারীদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা দরকার। নেতৃদ্বয় সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, উদোর পিন্ডি বোদোর ঘাড়ে চাপানোর নোংরা খেলায় না মেতে প্রকৃত অপরাধীদের শাস্তির মুখোমুখি করুন। না হয় নারীর সাম্মান, নিরাপত্তা নিয়ে রাজনীতি করার পরিণতি ভাল হবেনা।
স্যোসাল লিংকসমূহ