প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান-এর ইন্তেকালে ইশা ছাত্র আন্দোলন-এর শোক প্রকাশ

isca

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাজিরবাজারের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২ দিকে সিলেটে নিজ বাসায় ৬৯ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রিন্সিপাল হাবিবুর রহমান-এর ইন্তেকালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় এক শোক বার্তায় বলেন, প্রিন্সিপাল হাবিবুর রহমান ছিলেন বহু গুনে গুণান্বিত শ্রদ্ধাভাজন এক বরেণ্য রাজনীতিবিদ। বিশেষ করে সকলের জন্য তাঁর লিখনি থেকে গ্রহণ করার মত অনেক বিষয় আছে । উনার মৃত্যুতে ইসলামী রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মহান আল্লাহ তায়ালা তাঁর দীনি খেদমতকে কবুল করুন এবং তাকে জান্নাতে যথাযথ সম্মান দিন।

নেতৃবৃন্দ মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আমা‌দেরকে সা‌থে পে‌তে
website: www.old.chhatraandolan.org
online library: www.iscalibrary.com
e-mail: iscabd91@gmail.com
fb page: www.facebook.com/iscabd91
twitter: www.twitter.com/iscabd
youtube (ISCA BD): www.youtube.com/iscabd1
Google Plus: www.google.com/+iscabd