Quran-shikkha

পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আযহা বিশ্বমানবতাকে শুনিয়ে যায় শান্তি ও কল্যাণের বাণী। ঈদ উপলক্ষে প্রত্যেক ঘরে ঘরে বয়ে যায় খুশির জোয়ার। সেই খুশির সমারোহে বিষন্নতাগুলো এসে তখনি মনে দাগ কেটে যায়; যখন অধিকার বঞ্ছিত কোন শিশুকে জীর্ণ কাপড়ে মানুষের দ্বারে হাত পাততে দেখা যায়। অথচ আমরা পারি আমাদের ঈদ আনন্দ তাদের মাঝে ভাগ করে নিতে। আর্তমানবতার পাশে দাঁড়াতে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সেই দায়িত্ব অনুভূতি থেকেই- গত ৩০ জুন ২০১৭ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে হতদরিদ্র পরিবারের শতাধিক পথশিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদবস্ত্র বিতরণ করে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে শিশুদের হাতে তুলে দেন ঈদের নতুন কাপড়।

Quran-shikkha

Quran-shikkha

Quran-shikkha

Quran-shikkha