Potho-shishu-1

২৩ মার্চ ’১৬, বুধবার বাদ যোহর ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর উদ্যোগে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে পথশিশুদের নিয়ে কুরআন শিক্ষার আসর-এর আয়োজন করা হয়।

এতে কিছু সংক্ষক শিশুদের উপস্থিত করে কুরআন শিক্ষা দিয়ে তাদের মাঝে খাবার বিতরণ করা হয়।

উক্ত আসর-এ উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহা. আজিজুল হক, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহা. মুস্তাকিম বিল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহা. শরীফুল ইসলাম, কেন্দ্রীয় শুরা সদস্য সাইফ মুহাম্মাদ সালমান প্রমুখ।

Potho-shishu-1
Potho-shishu-1
Potho-shishu-1
Potho-shishu-1