ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মু. আরিফুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল কে.এম আনিসুজ্জামান এক যুক্ত বিবৃতিতে বলেন, ইসলাম বিদ্বেষী ব্লগার রাসেল ও শুভকে জামিনে মুক্তি দিয়ে এ সরকার প্রমাণ করল যে তারাই নাস্তিকদের পৃষ্ঠপোষকতাকারী। ধর্ম অবমাননার অভিযোগে গত ১ এপ্রিল ভোর রাতে মশিউর রহমান, রাসেল পারভেজ ও শুব্রত অধিকারী শুভকে রাজধানীর পলাশী, ইন্দিরা রোড ও মনি পাড়া এলাকায় অভিযান চালিয়ে ফুসে ওঠা জনগণকে শান্ত করার জন্য সরকার যে এক নাটক সাজিয়েছিলো তাদের মুক্তি আজ তাই প্রমাণ করে। নেতৃদ্বয় সরকারকে হুশিয়ারি উচ্চারণ করে বলেন গত ৫ ই মে মতিঝিলে হেফাজতে ইসলামের অবরোধ পরবর্তী সমাবেশে নির্বীচারে গুলি চালিয়ে এদেশের তৌহিদী জনতার আন্দোলন স্তব্ধ করে দিয়েছে ভাবলে সরকার ভুল করবে। আস্তিকদের দেশে নাস্তিকদের আস্ফালন চিরতরে বন্ধ করে অবিলম্বে ইসলাম ও মহানবী স. কে কটুক্তিকারী নাস্তিক ব্লগারদের সর্বোচ্চ শাস্তি প্রদান করা না হলে এ দেশের ছাত্র-জনতাকে নিয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এমন দূর্বার গণ আন্দোলন গড়ে তুলবে।
স্যোসাল লিংকসমূহ