নাস্তিকরা আজ মাথা চাড়া দিয়ে উঠেছে। যদি আমরা ইসলামের দাওয়াত পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারতাম, সবাই হেদায়াত না পেলেও এদের সংখ্যা এতো বৃদ্ধি পেতো না। আজ ১২ এপ্রিল ২০১৩ ইং সকাল ০৯.০০ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আই. এ. বি. মিলনায়তনে নগর সম্মেলন ’১৩ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ এ কথা বলেন।
প্রধান বক্তা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. আরিফুল ইসলাম বলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সাথে প্রচলিত রাজনীতির কোন মিল নেই। ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এ সংগঠন কাজ করছে। চাঁদাবাজি, টে-ারবাজি এসবের সাথে এ সংগঠনের কোন সম্পর্ক নেই। তিনি আরো বলেন, নাস্তিকদের জন্য আইন পাস করতে হবে। এরা মারা গেলে কবর দেয়া হবে না শশ্মানে নেয়া হবে- আমরা জানি না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. বরকত উল্লাহ লতিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের সেক্রেটারি আবু সাঈদ সিদ্দিকী, ছাত্র ও যুব বি.স. ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।
আরও বক্তব্য রাখেন, ইশা ছাত্র আন্দোলন ঢা.ম.দ. এর সহ সভাপতি ফজলুল করিম বিন রেজা, নগর দায়িত্বশীল ইলিয়াস, আব্দুল আহাদ, আবু বকর, শরিফুৃল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আহমাদ শফি, এহতেশাম, সুলাইমান প্রমুখ।
থানা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন মাসরুরুল করিম, লিয়াকত, তানযিল, ফরিদ, শিহাব, আল আমিন প্রমুখ।
সম্মেলন শেষে সভাপতি হিসেবে মো. ইলিয়াস, সহ সভাপতি আব্দুল আহাদ এবং সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হক নির্বাচি হন।
সম্মেলনের সভাপতি শেখ মুহাম্মদ মারুফের সমাপনী বক্তব্য এবং দোয়া ও মুন্জাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।