ছাত্রলীগের হুমকীকে শিক্ষার্থীরা পরোয়া করে না
“আগামীকাল থেকে রাস্তায় কাউকে দেখতে চাই না। আন্দোলন এখানেই সমাপ্ত।” শিরোনামে বাংলাদেশ ছাত্রলীগ-এর পেইজ থেকে (https://goo.gl/NxV2kC) যে বার্তা দেয়া হয়েছে তা আন্দোলনরত কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রতি স্পষ্টতই একটি সন্ত্রাসমূলক হুমকি এবং অনধিকার চর্চা।
বাংলাদেশ একটি স্বাধীন দেশ। প্রতিবাদ করা নাগরিকের মৌলিক অধিকার। কে প্রতিবাদ করবে বা রাস্তায় থাকবে সেটা “দেখা-না দেখার” অধিকার ছাত্রলীগকে কেউ দেয় নাই। ছাত্রলীগ এই আন্দোলনসহ কোন ছাত্র আন্দোলনেরই অংশীদার নয় বরং নিজেদেরকে প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়েছে। সেজন্য আন্দোলন কোথায় কখন থামবে সেটা নির্ধারন করার নৈতিক ও আইনগত কোনো অধিকারই ছাত্রলীগের নাই।
আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন ধরনের মাস্তানী করে অতীতে কখনোই কোনো ছাত্র আন্দোলনকে দমিয়ে দেয়া যায়নি। এই আন্দোলনকেও দমানো যাবে না।
আমরা ছাত্রলীগের প্রতি সতর্কবার্তা উচ্চারন করছি। ছাত্রলীগের চরিত্র অনুসারে যদি তারা এই আন্দোলনেও কোমলমতি ছাত্রদের ওপরে হিং¯্র হায়েনার মতো হামলে পরে তাহলে ছাত্রলীগকে এর জন্য মূল্য দিতে হবে। আমরা ছাত্রলীগের উপরোক্ত বার্তার তীব্র নিন্দা জানাই এবং নতুন নেতৃত্বকে উপরোক্ত বার্তা প্রত্যাহার করে ছাত্রদের আন্দোলনে শামীল হওয়ার আহ্বান জানাই।
স্যোসাল লিংকসমূহ