চলমান এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি কাম্য নয়
আজ ২ এপ্রিল ২০১৮ দেশব্যাপী শুরু হয়েছে এইচএসসি/আলিম ও সমমানের পরীক্ষা। তরুণ শিক্ষার্থীদের জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপ কৃতিত্বের সঙ্গে অতিক্রম করার জন্য দুই বছর পড়াশোনা করেছে। তাদের দীর্ঘ প্রস্তুতির প্রতিফলন ঘটবে চলমান পরীক্ষার মাধ্যমে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনাগত ত্রুটি ও কিছু লোকের অসাধু মানসিকতা সম্পন্ন কর্মকা-ের কারণে প্রতিবারই শিক্ষার্থীরা বিড়ম্বনার শিকার হয়। এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না।
আজ ২ এপ্রিল’১৮ খ্রি. ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল এম. হাছিবুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।
নেতৃবৃন্দ আরও বলেন, অসাধু চক্র পরীক্ষার আগে প্রশ্নফাঁস করে। ২০১২ সাল থেকে নিয়মিত এ প্রবণতা চলে আসছে। কিছু লোভী ও নীতিহীন শিক্ষক-অভিভাবকও এ ন্যাক্কারজন কর্মের সঙ্গে জড়িত। এবারও ঘটবে না; নিশ্চয়তা দিয়ে বলা কঠিন। যদি প্রশ্নফাঁসে পুনরাবৃত্তি ঘটে তাহলে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।
স্যোসাল লিংকসমূহ