khulna-samabesh-1

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আ‌ন্দোল‌ন-এর কেন্দ্রীয় সভাপ‌তি নূরুল ইসলাম আল আমীন ও সে‌ক্রেটারী জেনা‌রেল শেখ ফজলুল করীম মারুফ আজ এক বিবৃ‌তি‌তে খুলনা বিভাগীয় ইসলামী আ‌ন্দোলন বাংলা‌দেশ এর নেতৃবৃন্দ‌কে সফল সমা‌বেশ বাস্তবায়ন করায় শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছেন।‌

নেতৃবৃন্দ ব‌লেন, সমা‌বেশ‌কে সুন্দর করার জন্য যত ধর‌ণের প্রস্তু‌তি প্র‌য়োজন সকল প্রস্তু‌তিই আমরা লক্ষ্য ক‌রে‌ছি। আর এ‌টি সম্ভব হ‌য়ে‌ছে ইশা ছাত্র আ‌ন্দোলনসহ সকল সহ‌যোগী সংগঠ‌নের সা‌র্বিক সহ‌যো‌গিতার জন্য। এই সমা‌বেশ আমা‌দের আগামী দি‌নের আ‌ন্দোলন সংগ্রাম‌কে অনুপ্রা‌ণিত কর‌বে। তারা খুলনা বিভা‌গের জনগনের অংগ্রহণ‌কে বি‌শেষভা‌বে সাধুবাদ জানান।

khulna-samabesh-2

khulna-samabesh-3