ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন ২০১৪-এ কেন্দ্রীয় সভাপতি
মুহা. আরিফুল ইসলাম প্রদত্ত উদ্বোধনী বক্তব্য-
নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারিম, আম্মা বা’দ। আল্লাহ পাক রাব্বুল আলামিন ইরশাদ করছেন, “তোমরা নিরাশ হয়োনা এবং চিন্তিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে, যদি তোমরা মুমিন হও”( আল কোরআন)
মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন, শান্তিকামী মুক্তিপাগল ছাত্র বন্ধুদের একান্ত ঠিকানা, এ দেশের ইসলামী সহীহ ধারার সর্ববৃহৎ ছাত্র সংগঠন, বিপ্লবকামী শহীদী কাফেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আয়োজিত কাজী বশির মিলনায়তনে কেন্দ্রীয় সম্মেলন’২০১৪-এর মুহতারাম প্রধান অতিথি, বঞ্চিত মানুষের একান্ত আপনজন, গরীবদুঃখী মেহনতী মানুষের আস্থাভাজন, জাতীয় স্বার্থ রক্ষার্থে টিপাইমুখ অভিমুখে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দানকারী অবিসংবাদিত নেতা, মুসলিম জনতার ধর্মীয় ও আধ্যাত্মিক রাহবার ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপ্লবী আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ
মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), মুয়াজ্জাজ ওলামায়ে কেরাম, বরেণ্য শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, গবেষক, কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ, জাতির মুখপাত্র সাংবাদিক বন্ধুগণ, আইন-শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের ভাইয়েরা, সম্মানিত সুধিমন্ডলী, সারাদেশ থেকে আগত ইসলাম, জাতি ও দেশ রক্ষায় নিবেদিতপ্রাণ বিপ্লবী সহযোদ্ধা ছাত্র বন্ধুগণ! জালিম শাহীর বন্দিশালা থেকে মুক্তি পেয়ে শত প্রতিকূলতা, সীমাবদ্ধতা ও ঝঞ্ঝার মাঝেও কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করতে পেরে রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি, মানবতার মুক্তির দিশারী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রাহমাতাল্লিল আলামীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি।
স্যোসাল লিংকসমূহ