জেল-জুলুমের মাধ্যমে ইসলামী শক্তিকে স্তব্ধ করা যাবে না -অধ্যক্ষ ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, জেল-জুলুম, হুমকিসহ যে কোনো ধরণের নির্যাতন করে কখনো ইসলামী আন্দোলনের দূর্বার গতিকে স্তব্ধ করা যাবে না। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের তামান্না হলো, হয়তো শাহাদাত নয়তো ইসলামী হুকুমত। তাই যে কোনো ধরণের নির্যাতন আসুক তা ইসলামী আন্দোলনের কর্মীরা হাস্যোজ্জ্বল মুখে বরণ করে নেয়। যার বাস্তব দৃষ্টান্ত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলাম।

১৭ অক্টোবর, শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর-এর উদ্যোগে আইএবি মিলনায়াতনে ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মাদ কাওছার বিন সুলতানের সভাপতিত্বে ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি মুহা. আরিফুল ইসলামের কারামুক্তি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি মু. আব্দুর রহমান গিলমান, আইএবি’র দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী ,জয়েন্ট সেক্রেটারি জেনারেল শেখ মুহা.নুর-উন-নাবী, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা.আজিজুল হক, অর্থ সম্পাদক মুহা.হাছিবুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহা. শরিফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহা. ফজলুল করীম বিন রেজা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহা. আবদুল আহাদসহ নগর নেতৃবৃন্দ।

Tags: